Friday, 6 September 2013

ডিসট্রিবিঊটার ঝরে যাওয়ার কিছু কারন ও তার সমাধান (পর্ব-১)

Kazi Ashraful Islam
সালাম সকলকে-
অনেকদিন পর আবার লিখছি। ব্যস্ততার কারনে অনেকদিন ব্লগিং এ ছিলাম না। বন্ধুরা আজকে আমরা ডিসট্রিবিটর তৈরীতে করনীয় এবং ঝড়ে যাওয়ার আমার দেখা কয়েকটি কারন উল্লেখ করবো।

যদি আপনাদের সাথে একটিও মিল খুজে পান অবশ্যই জানাবেন। কেননা ব্যবসার শুরুতে এই ভুল্গুলো আমরা অনেকেই করে থাকে।
আজকে আমি, একদম আমার এবং আমাদের করা ভুলগুলো কথা বলবো তাই কথাগুলো ফ্রী ভাবে বলছি।

এটি একটি হ্ময়ষ্ণু ব্যবসা কারন এটা যখন হ্ময় হয় তখন আপনাকে কোন মেসেজ দিয়ে যায় না।

যেমন- ধরুন আপনি একদিন কোথায় রিক্সা দিয়ে যাচ্ছেন হটাৎ আপনাকে ছিনতাইকারীরা ধরলো।তখন তারা আপনার কাছে যা আছে তা দিতে বললো। এ সময় আপনি আপনার সাথে যা আছে তা দিয়ে দিলেন অথবা না থাকলে বললেন কিছু নাই। যখন নাই বলবেন তখন তারা কি বলবে। আপনাকে একটা চড় দিতে পারে। (মনে হতে পারে আমি এরকম উদা কেন দিলাম)

কিন্তু আমাদের ব্যবসার হ্মেত্রে এই ব্যপারটার বিপরীত ঘটে। খেয়াল করুন আপনার বা আমার ডিসট্রিবিউর যখন ব্যবসাটা ছেড়ে দেয়, তখন কি তারা তার কারন বা আমার অন্যায়টা বলে যা অথবা কোন চড় দিয়ে যায় ।না এরকম টা হয় না,তাড়া নিরবে চলে যায়।
এখন প্রশ্নটা হল কেন?

হ্যাঁ ভুলটা অবশ্যই আপনার অথবা আমার।

আমাদের কিছু ছোটখাটো ভুলের কারনে এটা ঘটে-
যেমন ধরুন-
আপনার BC যে সাইট week আপনি সে পাশে সময় বেশী দিচ্ছেন। এটা আমরা সাধারণত করে থাকি।  ধরুন আপনি সেই সাইট এর একজন গেস্ট নিয়ে প্লান করছেন ,ঠিক ওই সময় আপনার strong সাইট এর একটি ছেলে একজন গেস্ট নিয়ে এসেছে ।সে আপনাকে ভাল প্লানার বলে যানে তাই আপনাকে প্লান করতে বললো,আপনি কি করলেন তাকে বললেন যে, দেখছেন না আমি একটু ব্যস্ত।

তখন ওই ডিসট্রিবিউটার কি করলো তার গেস্ট নিয়ে সে বসে প্লান করতে ভয় পায় ,কি করবে সে তার সাথে কথাবার্তা বলে চলে গেল।
কিন্তু মজার ব্যাপার হল যে, সে মনে মনে আপানার ব্যাপারে খারাপ ধারনা পোষন করে ফেলেছে।যে আজকে আমাকে সময় দিলে না দাড়াঁও।আমিও তোমাকে দেখাবো। তারমানে তার উপর আপানার লিডারশিপ ডাউন হল।
কিন্তু সে কি আপনাকে কিছু বলেছে না! 

উৎসাহ পেলে সামনে এগুবো,সাথে আছেন তো-
তথ্য দিয়ে সহযোগীতা করুন- +60196536002

কেন নেটওয়ার্ক মার্কেটিং (নতুনদের জন্য)

 Why Network marketing?

হ্যাঁ বন্ধু,কেমন আছ নিশ্চই ভাল।আমি 

হয়তো ভাবছো এটা কেমন পাগলামি।ওকে হয়তো তুমি রাইট ----  

হ্যাঁ এটা অনেকের জন্য পাগলামি, আবার হতে পারে এটা তোমার অর্থনৈতিক সম্যাসার মুক্তির পথ। 

অবশ্যই আমরা এখানে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কথা বলবো।কেননা পশ্চিমা পৃথিবীতে এটাকে বলা হচ্ছে পৃথিবীর চতুর্থ বিপ্লব। আর এটা এমন একটি ব্যবসা যেখানে আপনি অল্প সময়ে আপনার ক্যারিয়ার তৈরী করতে পারবেন।

কেননা আমার মনে হয় ,সব বিষয়ের ই একটা ভাল লাগার বয়স বা সময় আছে। ধরুন আপনার বয়স ১৮-২৫ । এ সময়ে আপনি একটি বাইক চালিয়ে বা অলংকার পরে যে অনুভুতি হবে অবশ্যই ৪০+ সেরকম হবে না।

কিন্তু মজার ব্যাপার হল যে, আমাদের অনেকের ই ১৮-২৫ এর সময় এগুলো কেনার মত অর্থ থাকে না ।আবার ৪০+ আমরা এগুলো অর্জন করতে পারি কিন্ত -----।

আমিতো একটির উদাহরন দিলাম এরকমের নানা শখ  থাকে,যা অসহায়ভাবে হারিয়ে যায়।

কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা আমাদের অনার্স শেষ করার পুর্বেই অর্থাৎ ৪-৫ বছরে আমরা চাকুরীর ৩০ বছরের সফলতাকে ছাড়িয়ে যেতে পারি। ১৮-২৫ এর ভিতরেই বাবা-মার জন্য অনেক কিছু করতে পারি ।

এছাড়াও উল্লেখযোগ্য কিছু বিউটি হচ্ছে-

তাই মার্কেটিং প্লানটি দেখুন আর অনুধাবন করার চেষ্টা করুন  বিল ক্লিংটন, রবার্ট কোয়াসাকির মত পৃথিবী বড় ধনকুবরা নেটওয়ার্ক মার্কেটিং করছে ও অন্যকে উৎসাহিত করছে।

বন্ধু আপনাকে ধন্যবাদ সময় নিয়ে এটি পড়ার জন্য- যেকোন জিজ্ঞাসা-+60196536002

দেখুন-