Friday, 6 September 2013
ডিসট্রিবিঊটার ঝরে যাওয়ার কিছু কারন ও তার সমাধান (পর্ব-১)
কেন নেটওয়ার্ক মার্কেটিং (নতুনদের জন্য)
Why Network marketing?
হ্যাঁ বন্ধু,কেমন আছ নিশ্চই ভাল।আমি
হয়তো ভাবছো এটা কেমন পাগলামি।ওকে হয়তো তুমি রাইট ----
হ্যাঁ এটা অনেকের জন্য পাগলামি, আবার হতে পারে এটা তোমার অর্থনৈতিক সম্যাসার মুক্তির পথ।
অবশ্যই আমরা এখানে নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কথা বলবো।কেননা পশ্চিমা পৃথিবীতে এটাকে বলা হচ্ছে পৃথিবীর চতুর্থ বিপ্লব। আর এটা এমন একটি ব্যবসা যেখানে আপনি অল্প সময়ে আপনার ক্যারিয়ার তৈরী করতে পারবেন।
কেননা আমার মনে হয় ,সব বিষয়ের ই একটা ভাল লাগার বয়স বা সময় আছে। ধরুন আপনার বয়স ১৮-২৫ । এ সময়ে আপনি একটি বাইক চালিয়ে বা অলংকার পরে যে অনুভুতি হবে অবশ্যই ৪০+ সেরকম হবে না।
কিন্তু মজার ব্যাপার হল যে, আমাদের অনেকের ই ১৮-২৫ এর সময় এগুলো কেনার মত অর্থ থাকে না ।আবার ৪০+ আমরা এগুলো অর্জন করতে পারি কিন্ত -----।
আমিতো একটির উদাহরন দিলাম এরকমের নানা শখ থাকে,যা অসহায়ভাবে হারিয়ে যায়।
কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং এ আমরা আমাদের অনার্স শেষ করার পুর্বেই অর্থাৎ ৪-৫ বছরে আমরা চাকুরীর ৩০ বছরের সফলতাকে ছাড়িয়ে যেতে পারি। ১৮-২৫ এর ভিতরেই বাবা-মার জন্য অনেক কিছু করতে পারি ।
এছাড়াও উল্লেখযোগ্য কিছু বিউটি হচ্ছে-
তাই মার্কেটিং প্লানটি দেখুন আর অনুধাবন করার চেষ্টা করুন – বিল ক্লিংটন, রবার্ট কোয়াসাকির মত পৃথিবী বড় ধনকুবরা নেটওয়ার্ক মার্কেটিং করছে ও অন্যকে উৎসাহিত করছে।
দেখুন-